মেয়ে বেলা
আমরা মেয়ে। গর্ব হয় না মেয়ে বলে?? আমার তো হয়। মেয়েদের জীবন কিন্তু অনেক জটিল কি তাই না?? আমারতো অনেক জটিলই মনে হয়। যদিও সময়ের সাথে অনেক কিছু বদলেছে। তাও সব কি বদলেছে?? আমার মনে হয় না। আমার মনে হয় বদলানো সত্বেও মেয়েদের জন্য ধারণা কি বদলেছে হ্যাঁ বদলেছে কিছুটা। আমরা এখন স্কুলে যাই, কলেজএও পরি উচ্চশিক্ষায় শিক্ষিত হই। কিন্তু সত্যি কি স্বাধীন আমরা? আমরা মেয়ে হ্যাঁ তাই আমরা ধর্ষন হই,হ্যাঁ আমরা মেয়ে তাই শিক্ষিত হয়েও স্বামীর হাতে মার খাই হ্যাঁ আমরা মেয়ে তাই শত অপমানিত হয়েও পরক্ষণেই হাসি। হ্যাঁ যুগ বদলেছে মানুষের মন বদলায়নি। তাই আজও আমরা ব্রাত্য। কতটা বদলেছে মেয়েদের জীবন দেখা যাক........ আগে মেয়েরা বাড়িতে থাকতো,স্কুলে যেতো না,তাড়াতাড়ি বিয়ে হয়ে যেতো মাসিক এর সময় একা থাকতে হতো আলাদা সে যতই ছোট থাকুক, বাইরের লোকএর সামনে বেরোতে পারতো না, ছেলে দের ওপর কথা বলা যেত না সে যদি মেয়েরা ঠিক বললেও,স্বামী মরে গেলে মাছ মাংস খাওয়া যেত না ইত্যাদিইত্যাদি। আর এখন?? কতটা বদলেছে?...