মেয়ে বেলা
আমরা মেয়ে। গর্ব হয় না মেয়ে বলে?? আমার তো হয়। মেয়েদের জীবন কিন্তু অনেক জটিল কি তাই না?? আমারতো অনেক জটিলই মনে হয়।
যদিও সময়ের সাথে অনেক কিছু বদলেছে। তাও সব কি বদলেছে?? আমার মনে হয় না। আমার মনে হয় বদলানো সত্বেও মেয়েদের জন্য ধারণা কি বদলেছে হ্যাঁ বদলেছে কিছুটা। আমরা এখন স্কুলে যাই, কলেজএও পরি উচ্চশিক্ষায় শিক্ষিত হই। কিন্তু সত্যি কি স্বাধীন আমরা?
আমরা মেয়ে হ্যাঁ তাই আমরা ধর্ষন হই,হ্যাঁ আমরা মেয়ে তাই শিক্ষিত হয়েও স্বামীর হাতে মার খাই হ্যাঁ আমরা মেয়ে তাই শত অপমানিত হয়েও পরক্ষণেই হাসি। হ্যাঁ যুগ বদলেছে মানুষের মন বদলায়নি। তাই আজও আমরা ব্রাত্য।
কতটা বদলেছে মেয়েদের জীবন দেখা যাক........
আগে মেয়েরা বাড়িতে থাকতো,স্কুলে যেতো না,তাড়াতাড়ি বিয়ে হয়ে যেতো মাসিক এর সময় একা থাকতে হতো আলাদা সে যতই ছোট থাকুক, বাইরের লোকএর সামনে বেরোতে পারতো না, ছেলে দের ওপর কথা বলা যেত না সে যদি মেয়েরা ঠিক বললেও,স্বামী মরে গেলে মাছ মাংস খাওয়া যেত না ইত্যাদিইত্যাদি।
আর এখন?? কতটা বদলেছে??
হ্যাঁ এখন আমরা পড়াশোনা করি তাড়াতাড়ি বিয়ে হয় না কিন্তু হয় না কি? হয় এখন ও অনেক জায়গায় ছোট মেয়েদের বিয়ে হয়। আবার অনেক মেয়েকে বাবা মায়ের দারিদ্র্যতার জন্য বিক্রিও হয়ে যেতে হয়, হ্যাঁ মাসিক হলে আলাদা হয়তো থাকতে হয় না কিন্তু এই সময়ও আমরা ব্রাত্য নয় কি এখনও এই যুগেও কি সহজ ভাবে মানা হয় এই ব্যাপারটাকে?? বাইরে বেরোয় এখন মেয়েরা চাকরিও করে কিন্তু ছেলেদের মতো কোনদিন সমান সমান হতে পেরেছে কি?? পারেনি।
অফিসেও মেয়েরা নিরাপদ?? না সবাই না। খবর নিন সেখানেও মেয়েরা প্রতিপদে হেনস্থা হয়ে চলছে। কেউ প্রতিবাদ করে কেউ সহ্য করে। কেউ অফিস এর বসের দ্বারা, কেউ স্বামীর দ্বারা কেউ প্রেমিক দ্বারা প্রতিনিয়ত নিগৃহীত হএ চলেছে। আর এই নিয়মই বোধহয় চলবে।
কখনও মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন ওঠে কখনো চরিত্র নিয়ে। কোন সময় ছেলেরা কেন ভুল হয় না? ছেলেদের গায়ে কেন কোন দাগ লাগে না?? ধর্ষণ হলেও ওই মেয়েটাকেই সবাই দোষী বলে কেন?? কেন বলা হয় যে নিশ্চয়ই মেয়ে টারই কোন দোষ ছিল?? মনে হয় না কি নির্মম পরিহাস।
ছোট বেলায় মাসিক তার কতো কষ্ট, (বাবা মা পড়াশোনা শিখিয়ে বড় করবে আর সেই মেয়ে যখন চাকরি করতে চাইবে তখন কতো জবাবদিহি করতে হবে শশুর বাড়ির লোকজনকে আমি বলি কি কে তারা? আবার যদি চাকরি করতেও দেয় টাকা কত সে মা বাবা কে দেয় সেখানেও নাক গলাতে ছাড়বে না।) তারপরে মা বাবা কে ছেড়ে যাওয়ার কষ্ট,আচ্ছা এই নিয়ম কেন হবে মেয়েরাই সব ত্যাগ করবে?? আবার এই যুগেও মেয়েদের পণের জন্য মরতে হবে।(ভাবছেন প্রেমের বিয়েতে ছাড় আছে না ভুল ভাবছেন অনেক মেয়ের কপালে সেখানেও ছাড় থাকে না)। তারপরে মা হওয়ার কষ্ট সে তো বিশাল কষ্ট জানেনই ছেলেদের মনে এগুলো কোন ব্যাপারই না। সন্তান জন্ম দেওয়ার পর আপনার শরীর ভাঙবে, মোটা হবেন ভাবছেন সেখানেও কথা শুনতে হয় না ভুল ভাবছেন এমন অনেক মেয়ে আছে খোঁজ করলে নিশ্চয়ই পাবেন সৌন্দর্য হারানোর জন্যও অনেক মানসিক কষ্ট এ ভুগতে হয়। এখন আপনার মেয়েকে চোখে হারান?? কিছুদিন পর আপনার ওই আদরের মেয়েটাই শারীরিক আঘাতের চিহ্ন লোকাবে,রোজ মানসিক কষ্টএ ভুগবে তাও মুখ ফুটে কিছু বলবে না।
সব খারাপের মাঝে ভালোও আছে না হলে নিজের সমস্ত শরীর পুরে যাওয়া বান্ধবীকে কেউ বিয়ে করেছে সেটাও শোনা যেত না। তবে আমার মনে হয় আমাদের দেশ পুরুষশাসিত তাই কিছু মানুষ ভালো হলেও খুব কম মেয়ের ভাগ্যেই জোটে ভালো কিছু.......
Comments
Post a Comment